ঋত্বিককুমার ঘটক
নিজের পায়ে নিজের পথে : এক কথা-কোলাজ
RITWIK GHATAK
Nijer Paye Nijer Pathe : Ek Katha-Collage
ঋত্বিককুমার ঘটকের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। বাংলা চলচ্চিত্রের এই প্রকৃত পথিকৃৎ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তাঁর ভাবনা ও অভিজ্ঞতার কথা যেমন অসংখ্য মূল্যবান রচনায় ব্যক্ত করেছেন, তেমনই বিভিন্ন সাক্ষাৎকারে মুখে-মুখেও বলেছেন অনেক কথা। সেই সমস্ত সাক্ষাৎকারের বয়ান থেকে তাঁর মুখের কথাকে ভেঙে, নতুন করে সাজিয়ে গড়ে তোলা এই কথা-কোলাজ। এক-একটা বিষয়ের ঘেরে, তাঁর জীবনানুক্রম বজায় রেখে সংকলিত। তৃতীয় মুদ্রণ।
This compilation has been reconstructed afresh in collage form with the very words uttered by Ritwik Ghatak in his different interviews. This has been constructed keeping in mind the thematic and chronological aspects.
Published jointly with Cine Central, Calcutta.
112 pages, 3rd print