সুব্রত সরকার
না স্নেহকরস্পর্শ
সত্তরের এই অশ্বারোহী সর্বদা বিশ্বস্ত থেকেছেন স্বাতন্ত্র্যের কাছে। মহাজগৎকথাকে ধরতে চয়েছেন জাতীয় সড়কের প্রান্তবর্তী ধাবা-র তন্দুর-সঞ্জাত উষ্ণতার অক্ষরে। কখনও তা হয়ে উঠেছে কথামৃতের ভিন্নমাত্রিক চলচ্ছবি, কখনও তার রঙ কৃষ্ণ-গহ্বরের প্রবেশবৃত্তকে ঘিরে-থাকা আভাটির মতো। চেতন-অচেতন-অবচেতনের তরঙ্গক্রম তাঁর কবিতায় কোন ব্যাকরণ মেনে উপস্থিত হয় না। অতিসৌম্যের কাঁধে অনায়াসে হাত রাখে অতিরুদ্র। চেনা পরিপার্শ্ব লহমায় বদলে যায় সম্পূর্ণ অপরিচয়ের কুয়াশাবর্ণে। কবির সাম্প্রতিকতম কবিতার সংকলন এই বই।
64 pages, 1st Edition
Price in India: Rs. 60.00